

বান্দরবান জেলার সাংবাদিকদের ৩দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শেষ হয়েছে।পিআইবির উদ্যোগে এবং বান্দরবান প্রেসক্লাবের সহায়তায় এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে প্রত্যায়ন পত্র তুলে দেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সচিত্র মৈত্রী সম্পাদক অধ্যাপক ওসমান গণি,পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষক মোঃশাহ্ আলম সৈকত।বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু’র সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন বান্দরবান প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক।সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম বলেন,দক্ষ সাংবাদিক হতে হলে প্রশিক্ষণের বিকল্প নাই।পিআইবি কতৃক চারটি প্রশিক্ষণ আয়োজন এবং স্বতঃস্ফূর্তভাবে এই প্রশিক্ষণে সাংবাদিকদের অংশগ্রহণকে আমি সাধুবাদ জানাই।এটা নিঃসন্দেহে বান্দরবানের সাংবাদিকের জন্য ভাগ্যেরও ব্যাপার।এসময় বান্দরবান প্রেসক্লাবের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন,প্রশিক্ষণের বিষয়ে যত্নবান এবং আন্তরিক ছিলেন বলেই এমন সুন্দর আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমসের প্রদায়ক জুলফিকার আলি মানিক,চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুম জামান,পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।সমাপনী অনুষ্ঠানে বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তিন দিনের এই অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণে অংশ নেয়া জেলার ৩০ জন সাংবাদিককে প্রত্যায়ন করে।