

এরশাদ,লোহাগাড়া:-কক্সবাজার থেকে ৩৫হাজার পিছ ইয়াবা ট্যাবলেট পাচারের সময়,গোপন সংবাদের ভিত্তিতে ২জুন (শুক্রবার) দুপুর ২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি খাঁনদিঘী এলাকা থেকে চট্রগ্রাম মুখী শ্যামলী পরিবহন ঢাকা মেট্রো-ব ১৫-৫৩০৫ থামিয়ে তল্লাশী করে ৩৫হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ দু’জন কে অাটক করেছে থানা পুলিশ,যার মূল্য ১কোটি ৫লক্ষ টাকা বলে জানা গেছে।অভিযানে নেতৃত্বে দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃশাহাজাহান পিপিএম (বার) ও এসঅাই সোলাইমান পাটোয়ারী সহ পুলিশের একটি দল,অাটকৃতরা হলেন সাতকানিয়া উপজেলার মধ্যম মাদার্সার ফকির পাড়ার সোলতান অাহমদের পুত্র অারিফ(২৪) এবং কক্সবাজারের উখিয় হ্নীলা পানখালী এলাকার নুরুল অালমের স্ত্রী রেহেনা অাক্তার (২৮) সম্পর্কে তারা মামী-ভাগিনা বলে পুলিশের সুত্রে জানা গেছে।অাটককৃতদের বিরুদ্ধে এসঅাই সোলাইমান পাটোয়ারী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অাইনে মামলা দায়ের করেন।