নবান্ন উৎসব (নোয়া ভাত খানা) পালন করছে বান্দরবানের তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৮ নভেম্বর, ২০১৯ ৫:১৬ : অপরাহ্ণ 977 Views

দেবতা ও লক্ষী পূজার মধ্য দিয়ে নবান্ন উৎসব (নোয়া ভাত খানা) পালন করেছে বান্দরবানের তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী।আজ শুক্রবার (৮নভেম্বর) সকালে বান্দরবান সদরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর আয়োজনে রেইছা সিনিয়র পাড়া এলাকায় এই নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।

বান্দরবার পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো’র সভাপতিত্বের নবান্ন উৎসব (নোয়া ভাত খানা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার এস.এম মোবাশ্বের হোসেন,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম.জাহাঙ্গীর,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু,বান্দরবান ক্ষুদ্র-নৃগোষ্ঠী ইনস্টিটিউট এর পরিচালক মংনুচিং মার্মা,মহিলা আওয়ামীলীগ নেত্রী সুচিত্রা তঞ্চঙ্গ্যা সহ প্রমুখ।

পরে মিত্তিনি পূজা,নবান্ন পরিবেশন ও নতুন ধানের তৈরি পিঠা পরিবেশন করা হয় আগত অতিথি ও উপস্থিত সকলের মাঝে।আলোচনা সভা শেষে তঞ্চঙ্গ্যা নৃত্য প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন পার্বত্য মন্ত্রী। অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব জানুয়ারি পর্যন্ত পাহাড়ের এক এক জনগোষ্ঠী ভিন্ন ভিন্ন সময়ে এই নবান্ন উৎসব করে থাকেন।

আয়োজকেরা জানান,অনুষ্ঠানের শুরুতে জুম ক্ষেতে লক্ষী পূজা ও দেবতার উদ্দেশ্যে জুমের ফসল ও মুরগী উৎসর্গ করেন পূজারীরা।আগামী বছর জুমের ফলন যেন আরো ভালো হয় সেই উদ্দেশ্যে এই পূজা।পূজা শেষে জুম চাষের সরঞ্জামাদি ও জুমের নতুন ফসল প্রদর্শনের পাশাপাশি পরিবেশন করা হয় তঞ্চঙ্গ্যা শিশুদের আনিলম নৃত্য।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!