

রুমা উপজেলায় গালেংগ্যা ইউনিয়নে ডলুঝিড়ি পাড়া বৌদ্ধবিহারে দায়ক/দায়িকাদের আয়োজনে বৌদ্ধধর্মল্বীদের শ্রেষ্ঠ দান দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব আজ বৃৃহস্পতিবারে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্বীর পরিবেশে পালিত হয়েছে।প্রথমবারে মত চীবর দান অনুষ্ঠানে ১ম পর্বে বুদ্ধমূর্তি জীবন্যাস,প্রবজ্যা অনুষ্ঠান,উপসম্পাদন,বৌধিবৃক্ষ জীবন্যাস এবং ২য় পর্বে সংঘের দানও পূজারী উদ্দেশ্যে ধর্মদেশনা দেওয়া হয়।ভগবান গৌতম বুদ্ধের অহিংস বাণী সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারলে মানুষের মধ্যে হিংসা,বিদ্বেষ,লোভ, মোহ,দুঃখ,দুর্দশা থাকবে না।কঠিন চীবর দান একটি সর্বোত্তম দান,কারণ দানেতে দুর্গতি খন্ডে।ডলুঝিড়ি পাড়া বৌদ্ধ বিহারে বিহারধ্যক্ষ এর সভাপতিত্বে কঠিন চীবর দান উৎসবে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া বৌদ্ধ বিহারে বিহারঅধ্যক্ষ।এতে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা,৪নং গালেংগ্যা ইউপি চেয়ারম্যান শৈউসাই মারমা ও সহধর্মীনি মেনিপ্রু মারমা সহ উপস্থিত বিভিন্ন পাড়া ও এলাকায় থেকে দায়ক/দায়িকারা। এছাড়া বিভিন্ন দুরদুরান্ত এলাকা থেকে আগত বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন।