বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শনিবার (৩১ আগস্ট) সকালে জেলা সদরের সুয়ালক ইউনিয়নে একশ একর ভূমির ওপর একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। পাঁচ কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হবে।
একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘সবার সহযোগিতা ও প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু হলো। বর্তমান সরকার পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন সেক্টরের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় চালু হলে বান্দরবানের দুর্গম এলাকার শিক্ষার্থীরা স্বল্প খরচে লেখাপড়ার সুযোগ পাবে। এ ছাড়া, বান্দরবানের বাইরের শিক্ষার্থীরাও এখানে লেখাপড়ার সুযোগ পাবে।’
এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারসহ অনেকে উপস্থিত ছিলেন।