

বাংলাদেশ কৃষকলীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ ৩০ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সভাটির আয়োজন করা হয়।সভার শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবর্গের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের বিদেহী আতœার শান্তি কামনা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ’র যুগ্ন-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেতা মোঃরেজাউল করিম।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, জেলা পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আলাহাজ্ব নুর আলী,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি বাবু প্রজ্ঞাসার বড়–য়া পাপ।সভায় সঞ্চলনা করেন বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা।এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক গাব্রিয়েল ত্রিপুরা,বান্দরবান জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো:শহিদুল আলম বাবু,জেলা কৃষকলীগের অর্থ সম্পাদক মো:আবু তাহের আজাদ,বান্দরবান পৌর শাখার সভাপতি-মোঃ আবু তাহের,পৌর শাখার সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দীন,৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আয়ুব আলী,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃমামুন সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন ১৫ আগস্ট যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ পরিবারে হত্যা করেছে তাদের কে জাতি আজীবন ঘৃণা ভরে স্বরণ করবে,সেই কিছু বিপদগামী সৈনিক আর্ন্তজাতিক ষড়যন্ত্রের মাধ্যমে জাতির পিতাকে স-পরিবারে হত্যা করেছে,হত্যা কারিরা বাংলাদেশের স্বাধীনা চাইনী,বাংলাদেশ স্বনির্ভর দেশ গঠন হউক তারা চাইনি,কিন্তুু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর যোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নতি করতে সক্ষম হয়েছে আওয়ামীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা কারিদের দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের শাস্তি নিশ্চিত করিতে সকলের সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।