

বান্দরবান প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি মনিরুল ইসলাম মনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও এটিএন নিউজের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক।জানা গেছে,আগামী ৩১ জুলাই বান্দরবান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে মনোনয়ন যাছাই-বাছাই ও প্রত্যাহারসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।প্রতিটি পদে ১ জন করে প্রার্থী থাকায় তারা আগেই নির্বাচিত হয়েছেন।শুধু সভাপতি পদে ২ জন প্রার্থী ছিল।কিন্তু আজ রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১ জন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়।এর ফলে প্রতিটি পদে ১ জন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।তবে ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষনা ও গেজেট প্রকাশ করা হবে।জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন,প্রেস ক্লাবের নির্বাচনে প্রতিটি পদে ১ জন করে প্রার্থী থাকায় তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।উল্লেখ্য,প্রতি ২ বছর পর পর বান্দরবান প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন সভাপতি সম্পাদকসহ ৪টি পদের প্রার্থীরা।প্রেস ক্লাবের ১৫ জন সদস্যের মধ্যে বাসস প্রতিনিধি এনামুল হক কাশেমী মারা যাওয়ার পর বর্তমানে ১৪ জন সদস্য রয়েছেন।গত মেয়াদের সভাপতি সম্পাদক ছিলেন আমিনুল ইসলাম বাচ্চু ও ফরিদুল আলম সুমন।