

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে ৭টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার ও চাল মজুদ রাখা হয়েছে।বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমি ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসন ও পৌরসভার পক্ষ হতে জেলা শহর ও সমুদ্র উপকূল সংলগ্ন নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাইকিং করা হয়েছে।এছাড়া প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে বান্দরবানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা রয়েছে।এদিকে দুর্যোগ মোকাবেলায় গতকাল সোমবার (২৯ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো.মাকসুদ চৌধুরী,পৌর মেয়র মো.ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান,ডেপুটি সিভিল সার্জন ডা.অংশৈ মারমা,সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।এছাড়া সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৬১-৬২৫৮৩।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান,ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ৭ উপজেলায় ৭টি নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।