

গতকাল ২৩ জুলাই রোজ মঙ্গলবার রাত সাড়ে দশটায় সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর পুত্র ও সরই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর সিকদার কে দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আঘাত করলে তিনি ঘটনা স্থলে মৃত্যু বরন করেন।ঘটনার পর থেকেই ঘটনাস্থল পরিদর্শন করছেন বান্দরবান জেলার সামরিক ও বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।এরই অংশ হিসেবে আজ ২৪ জুলাই রোজ বুধবার সকাল ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন লামা-আলীকদম সেনা জোনের মাননীয় জোন কমান্ডার লে. কর্নেল সাইফ শামীম (পিএসসি)।পরিদর্শনকালে তিনি পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে উদ্দেশ্য প্রনোদিত হত্যাকান্ড ঘটছে বলে মন্তব্য করেন।তিনি স্থানীয় জনসাধারণ ও নিহতের ছোটভাই দস্তগীর সিকদারের সাথে কথা বলেন এবং এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড কে অত্যন্ত ঘৃণিত কর্মকান্ড বলে আখ্যায়িত করেন।এসময় নিহতের অনুজ দস্তগীর সিকদার মাননীয় জোন কমান্ডার এর কাছে করজোড়ে মিনতি করে ভাই হত্যার বিচার চেয়েছেন।অন্যদিকে মো.আলমগীর সিকদার খুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন (ডিএসবি)।লোকালয়ের পাশে এমন হত্যাকান্ড সংগঠিত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন,বিষয়টি তদন্তনাধীন রয়েছে।মো.আলমগীর সিকদার কেন খুন হলেন তা এখনো বুঝা যায়নি।খুনের কিছু মোটিভ ও ধারনা আমরা পেয়েছি।শীঘ্রই আমরা দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।এসময় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহাও উপস্থিত ছিলেন।
বান্দরবানের লামা অন্তর্গত সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীরকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে লামা পুলিশ।তার নাম শৈমং প্রু মার্মা (২৩)।বুধবার (২৪ জুলাই) সকাল ৬টায় তাকে চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা থেকে আটক করা হয়।লামা থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, ‘আলমগীর সিকদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার সকালে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন থেকে শৈমং প্রু মার্মা নামের একজনকে আটক করা হয়েছে।’