

আলীকদম সেনা জোনের উদ্যোগে গরিব দুঃস্থ মহিলাদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে।আজ মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১টায় আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃসাইফ শামীম (পিএসসি) এসব ছাগল বিতরণ করেন।এসময় আরো উপস্থিত ছিলেন জোনের উপ অধিনায়ক মেজর এ.এস.এম ফখরুল ইসলাম চৌধুরি (পিএসসি)।গরিব দুঃস্থ মহিলাদের মাঝে ছাগল বিতরণ প্রসঙ্গে আলীকদম সেনা জোনের মাননীয় জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃসাইফ শামীম (পিএসসি) বলেন,ছাগল পালনের মাধ্যমে গ্রামীণ অতিদরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য নিয়েই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা।আমরা যদি সকলে মিলেমিশে এই ধরনের উদ্যোগ নিয়মিত গ্রহণ করতে পারি তবে তাহলে সমাজ থেকে দারিদ্র্যতা অনেকাংশে বিলুপ্ত হবে।আজকে আমরা যাদেরকে এই ছাগলগুলো বিতরণ করেছি এরা সমাজের অত্যন্ত দরিদ্র জনগোষ্ঠীর সদস্য।আলীকদমের এসব দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে লামা-আলীকদম সেনা জোন ধারাবাহিকভাবে এই ধরনের উদ্যোগ হাতে নিবে এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে তা বাস্তবায়ন করা হবে।এসময় তিনি আরও বলেন,শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন এই মুলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।পাহাড়বাসীর আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা,চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।