

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে আবদুস সোবহান (৪০) নামে এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে।গতকাল রোববার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ডলুঝিড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবদুস সোবহান বাইশারী ইউনিয়নের ডলুঝিরি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।বাইশারী তদন্ত কেন্দ্রের কর্মকর্তা কৃষ্ণ কুমার দাশ জানান,রোববার ভোরে সেহরি খেয়ে আবদুস সোবহান রাবার বাগানে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় বন্যহাতি আক্রমণ করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।