

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের লামায় নিখোঁজের একদিন পর মো.কামাল উদ্দিন নামের এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডিসি রোড এলাকার ডা.হালিমের রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।নিহত মো.কামাল উদ্দিন (৪০) সরই ইউনিয়নের হিমছড়ি এলাকার মৃত অজু মিয়ার ছেলে।পুলিশ ধারণা করছে অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়,লামার সরই ইউনিয়নে কেয়াজুপাড়া বাজার থেকে শুক্রবার রাতে মোটরসাইকেল ভাড়া নিয়ে গজালিয়া যাওয়ার পথে অপহৃত হন কামাল।অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না তাকে।শনিবার রাতে সরই এলাকার একদল লোক একটি গাড়ি করে সরই থেকে খুজঁতে আসেন।এসময় লামা-সুয়ালক সড়কের গজালিয়ার ডা.হালিমের রাবার বাগান সংলগ্ন রাস্তায় কামালের পায়ের জুতা দেখতে পান।পরে বাগানের ঢালু পাহাড়ের নিচে ঝোঁপঝাড়ের নিচে তার লাশ দেখতে পায় এবং দ্রুত পুলিশকে খবর দেয়।গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.হাতেম জানান,লাশের শরীরের বিভিন্ন অংশে কাটা দাগ রয়েছে।তাকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,লাশ উদ্ধারে লামা থানা থেকে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।