

এরশাদ,লোহাগাড়া (চট্টগ্রাম):-অান্তর্জাতিক ধারাবাষ্যকারদের কাছ থেকে সম্মাননা সনদ গ্রহন করলেন চট্টগ্রামের স্বনামধন্য ধারাবাষ্যকার, লোহাগাড়া’ কলাউজানের সূর্য সন্তান মোহাম্মদ সেলিম উদ্দিন।ঢাকা’র পান্থপথ ড্যাফোডিল ইস্টারন্যাশনাল এ্কাডেমী,কনকর্ড রিজেন্সি টা্ওয়ার’র চার তলায় অনুষ্টিত খোদা বকশ মৃধা ফাউন্ডেশন আয়োজিত ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সে ২৫মে থেকে ২৭মে ৩দিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এই সম্মাননা সনদ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রিয় ভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী,আলফাজ উদ্দিন আহমেদ,ডা.অনুপম হোসেন এবং আরো অনেক জনপ্রিয় ভাষ্যকার,এছাড়াও বেতার-টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক,উচ্চারণ বিশেষজ্ঞ,প্রাক্তন/বর্তমান ক্রীড়াবিদ, আম্পায়ার,রেফারী এবং স্কোরারগণরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন লোহাগাড়ার পূর্ব কলাউজান (জয়নগর) মৃত আলী আহমদ ও হাজেরা খাতুন এর সন্তান।তিনি শুধু একজন ধারাভাষ্যকার নয়! সর্বশেষ নেপাল ফুটবল দলের লিয়াজো সহ চট্রগ্রাম জেলা ত্রীড়া সংস্হার একজন স্কোরার।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
পড়া লেখার পাশাপাশি,শারীরিক শিক্ষা ও খেলাধুলা বিভাগের ও ছাত্র।তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন প্রকৃত মানব সেবক,রক্তের বন্ধু ২০০৯ সাল থেকে শুরু করেন মানুষকে রক্ত দেওয়া এবং কোন অসহায় রোগীর জন্যে রক্তের প্রয়োজনে তিনি বিভিন্ন লোকের মাধ্যম হতে রক্ত ব্যাবস্থা করে দিতেন,তিনি যে কোন সময় মানুষের বিপদে সহয়তা করেন নানা ভাবে।