

মানবিক সেবার অংশ হিসেবে জেলা শহরে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী (বান্দরবান রিজিয়ন)।গতকাল শুক্রবার (১২ জুলাই) সকাল ১১ টায় বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড সংশ্লিষ্ট ইসলামপুর, লাঙ্গিপাড়া ও বনানী সমিল এলাকায় বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়ন তথা ৬৯ পদাতিক ব্রিগেড এর বি.এম মেজর মোঃমাহবুবুর রহমান (পিএসসি)।এসময় তিনি নৌ-যোগে বন্যা কবলিত এসব এলাকার ১০০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেন এবং বন্যা দুর্গত পানিবন্দী নাগরিকদের খোঁজ খবর নেন।ত্রাণের প্রতিটি প্যাকেটে চিড়া,চিনি,বিস্কিট এর মতো শুকনো খাবারের পাশাপাশি মোমবাতি, দেয়াশলাই এর মতো নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী ছিলো।ত্রাণ বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন এফআইও ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন,জি-৩ মোহাম্মদ সফিকুল ইসলাম,৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃআবুল কালাম ও অন্যান্য সেনাসদস্য বৃন্দ।ত্রাণ বিতরণকালে বান্দরবান সেনা রিজিয়ন (৬৯ পদাতিক ব্রিগেড) এর বি.এম মেজর মোঃমাহবুবুর রহমান (পিএসসি) সংবাদ কর্মীদের জানান,বান্দরবান সেনা রিজিয়ন (৬৯ ব্রিগেড) তথা বাংলাদেশ সেনাবাহিনী চলমান বর্ষা,পাহাড়ি ঢল এবং যে কোন দুযোর্গপুর্ণ পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সার্বক্ষণিক পাশে ছিলো এবং আগামীতেও থাকবে।শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন এই মুলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।পাহাড়বাসীর আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা,চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এদিকে ত্রাণ সামগ্রীর প্যাকেট হাতে পেয়ে পানিবন্দী ৯নং ওয়ার্ড এলাকাবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে তাঁরা সেনাবাহিনীর সহায়তা পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।পাশাপাশি তাঁরা আরও বলছেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ জনসাধারনের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য।