বান্দরবানে লেফটেন্যান্ট আসিফসহ দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ


বান্দরবান অফিস প্রকাশের সময় :৩০ জুন, ২০১৯ ১১:২৮ : অপরাহ্ণ 883 Views

ঢাকা থেকে বান্দরবানের রুমায় বেড়াতে গিয়ে নৌবাহিনীর কর্মকর্তা ও বেসামরিক শিক্ষার্থীসহ ২ জন নিখোঁজ হয়েছেন।গতকাল শনিবার (২৯ জুন) সন্ধ্যা ৬টায় রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নতুনপাড়াস্থ তিনাপ ঝর্না এলাকায় তাঁরা নিখোঁজ হন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার (২৯ জুন) সকাল ৭টায় মিলিটারী ইন্সটিউট অব সায়েন্স এন্ড ট্যাকনোলজি (এমআইএসটি) প্রকৌশল শিক্ষা ইন্সটিউটের ৬ পর্যটক জেলার রোয়াংছড়ি অবস্থান করেন।সেখান থেকে দুপুরে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের তিনাপ ফলস ঝর্না দেখতে যান পর্যটকরা।ঝর্ণা দেখার পর বিকাল ৬টার দিকে ৬ পর্যটক রোয়াংছড়ি ফেরার পথে নদীর পানির প্রবল স্রোতে পড়েন।এ সময় ৪ জন গাছের শেকড় ধরে নিজেদের বাঁচাতে পারলেও নৌবাহিনীর সেকেন্ড লে: মো: সাইফুল্লাহ (২৩) ও গ্রীন হার্ট আর্ট কলেজের শিক্ষার্থী জান্নাত মজুমদার (১৮) নদীর পানির প্রবল স্রোতে ভেসে যান।আজ রবিবার (৩০ জুন) সকালে গাছের সাথে আটকে থাকা পর্যটক লে:তৌকির,লে: মোনায়েম,সাব লে:আশিক ও তাঁদের বন্ধু আবু সাঈদ ঘটনাস্থল থেকে ফিরে রোয়াংছড়ি থানা ও স্থানীয় রনি পাড়া আর্মি ক্যাম্পে জানালে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী-পুলিশ প্রশাসনসহ স্থানীয়রা।কিন্তু এই সংবাদ লিখা পর্যন্ত তাদের কারও সন্ধান মেলেনি।এবিষয়ে স্থানীয় রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য লাল রোসাং বম জানান,তিনদিন আগে স্থানীয় ট্যুরিষ্ট গাইড পলাশ তঞ্চঙ্গ্যা এবং জেমশন বম এর নেতৃত্বে ৬ জন পর্যটক রোয়াংছড়ি হয়ে তিনাপ ঝর্ণা ভ্রমনে যান।ঝর্ণাটি দেখে ফেরার পথেই তাঁরা এ দূর্ঘটনার স্বীকার হয়েছেন।লাল রোসাং বম আরও বলেন,এলাকাটি দূর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন পর্যটন স্পট।আজ রোববার (৩০ জুন) খবরটি জানার পরপরই নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী-পুলিশ-প্রশাসনসহ স্থানীয়রা।নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে রুমা থানা অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরী জানান,নিখোঁজদের উদ্ধারে তিনাপ ঝর্ণা এলাকায় উদ্ধারের উদ্দেশে রওনা হয়েছেন।এদিকে আজ সারাদিন নিখোঁজ দুই জনকে উদ্ধার করতে না পারায় আগামীকাল সোমবার (১জুন) সকালে চট্টগ্রাম থেকে আগত ডুবুরিদের একটি চৌকস দল নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে কাজ শুরু করার কথা রয়েছে।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!