আলীকদম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন


বান্দরবান অফিস প্রকাশের সময় :২৯ জুন, ২০১৯ ৯:৩৮ : অপরাহ্ণ 953 Views

আলীকদম ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে।বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তৎকালীন ইউপি চেয়ারম্যান মোঃজামাল উদ্দিন অংশ নেয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়।এরই ধারাবাহিকতায় দলের তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী যাচাই বাছাই করে বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি,জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক,পৌর মেয়র মোঃইসলাম বেবী কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাচনী মনোনয়ন বোর্ড ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে আলীকদম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাছির উদ্দীন কে প্রার্থী ঘোষণা করতে সুপারিশ পাঠান।এরই পরিপ্রেক্ষিতে গত ২৬ জুন রোজ বুধবার আওয়ামীলীগ এর সর্বোচ্চ নীতিনির্ধারক শেখ হাসিনা চুড়ান্তভাবে নাছির উদ্দীনকে মনোনয়ন দেন।আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা সাক্ষরিত আলীকদম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার নিমিত্তে দল কতৃক চুড়ান্ত মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্রটি বান্দরবান জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা আজ ২৯ জুন দুপুর তিনটায় বান্দরবান জেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে আলীকদম উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দদের উপস্থিতিতে আলীকদম ইউনিয়নের নৌকার মাঝি নাছির উদ্দীন এর হাতে তুলে দেন।নির্বাচনে জয়লাভের জন্য করনীয় ঠিক করতে এসময় আলীকদম উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা ও সহসভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃইসলাম বেবী।এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,বিগত উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য বীর,মাননীয় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র প্রার্থীরা জেলার ৭ টি উপজেলার মধ্যে ৬ টি উপজেলায় বিজয় ছিনিয়ে এনেছিলো।বান্দরবান জেলা আওয়ামীলীগ এর দুঃখ সমগ্র বান্দরবান জেলায় একমাত্র আলীকদম উপজেলা তে দলীয় প্রার্থী পরাজিত হয়েছিলো।শুধু জেলা আওয়ামীলীগের দুঃখ না,এটা আমার রাজনৈতিক জীবনের জন্যও একটি কলংজনক ঘটনা।ওখানে নির্বাচনের আগে এবং ভোটের দিন জয় বাংলার স্লোগান দেয়া কিছু স্বার্থপর নেতাকর্মী অন্ধকারের চোরা রাস্তায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো।আমি বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার কাছে প্রত্যেকের বায়োডাটা আছে,কারা কোন ভূমিকায় ছিলো সবকিছু আমি জানি।আমি হুশিয়ারী উচ্চারণ করে বলে দিচ্ছি বিগত উপজেলা পরিষদ নির্বাচনের মতো ভুল কিংবা ষড়যন্ত্রের অন্ধকার চোরা রাস্তায় হাঁটাহাটি করা যাবেনা।জননেত্রী শেখ হাসিনা তথা পার্বত্য বীর বাবু বীর বাহাদুর উশৈসিং এম,পি’র নৌকার প্রার্থী কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তাহলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা।আলীকদম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলীকদমের অনেক নবীন নেতৃবৃন্দ প্রার্থী হওয়ার আকাঙ্খা ব্যাক্ত করে নিজেদের দাবীর পক্ষে জনমত গঠন করেছিলো।এটা দোষের কিছু না,এটা তাদের সাংগঠনিক অধিকার।আমি তাদেরকে বলবো হতাশ হওয়ার কিছু নাই।আমরা এই চেয়ারে আজীবন বসে থাকবো না।প্রবীণরা চলে গেলে শুন্য পদে নবীনরাই জায়গা করে নিবে।বাংলাদেশ আওয়ামীলীগ কখনো নেতাকর্মীদের সাথে বেইমানী করেনা,যোগ্যতার ভিত্তিতে সকলকে সম্মান দিয়ে সমাজের কাছে সম্মানিত করে।জননেত্রী শেখ হাসিনার হাতে যেমন সমগ্র বাংলাদেশের জনগণ নিরাপদ তেমনি পার্বত্য বীর বাবু বাহাদুর উশৈসিং এম,পি’র হাতে সমগ্র পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের জনগণ নিরাপদ।জননেত্রী শেখ হাসিনার কল্যাণে উন্নয়নের যে অগ্রযাত্রা বীর বাহাদুর উশৈসিং এর হাত দিয়ে সমগ্র পার্বত্য অঞ্চলে সূচিত হয়েছে সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃইসলাম বেবী দলীয় প্রার্থী কে বিজয়ী করতে সকলকে ঝাঁপিয়ে পরার আহবান জানান।আজকের এই বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও বান্দরবান জেলা পরিষদ সদস্য ফিলিপ ত্রিপুরা,আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য সিয়ং ইয়ং ম্রো,জেলা আওয়ামীলীগ এর উপ দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না,জেলা আওয়ামীলীগ সদস্য কেলু মং,জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম বাবু,জেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক,জেলা শ্রমিকলীগ সভাপতি মোঃমুছা কোম্পানি,জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,জেলা শ্রমিকলীগ জ্যেষ্ঠ সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম,জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ,পৌর শ্রমিকলীগের সভাপতি মিলন পাল,সদ্য বিলুপ্ত আলীকদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃজামাল উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা,উপজেলা মহিলালীগ নেত্রী আনুচা মার্মা প্রমুখ।উল্লেখ্য,জুলাইয়ের ২৫ তারিখ রোজ বৃহস্পতিবার আলীকদম উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন আলীকদম (সদর) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!