“সুস্বাস্থ্যেই সুবিচার মাদক মুক্তির অঙ্গীকার”এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯ পালিত হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ ২৬ জুন বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় একই স্থানে এসে শেষ হয়।র্যালি শেষে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়,পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান,বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মো: নোমান হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ বাবুল সরকার,জেলা অফিসের জয় কুমার রক্কিব,মাবাধিকার কর্মী বিশ্বনাথ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
এসময় বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তির দুষ্টচক্র থেকে রক্ষা করে সোনার বাংলা গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক সমাজ রাষ্ট্র দেশ তদুপুরি সকলের বিরাট ক্ষতি করে,তাই এর কুফল সর্ম্পকে সকলের সজাগ থাকা প্রয়োজন। সমাজের সকল স্তরের জনগনের মাঝে ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে। এসময় বক্তারা মাদ্রকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই মিলে ঐক্যবদ্বভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।