বান্দরবানে গৌরবময় পথচলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


লুৎফুর রহমান উজ্জ্বল (বান্দরবান) প্রকাশের সময় :২৩ জুন, ২০১৯ ৬:৩৯ : অপরাহ্ণ 917 Views

বান্দরবানে নানা আয়োজনের মধ্যদিয়ে সংগ্রাম ও অর্জনের গৌরবময় পথচলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষ্যে প্রথমে রবিবার সকালে শহরের জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন,এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গন থেকে এক বিশাল র‌্যালি বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে মিলিত হয়।এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী,বান্দরবান জেলা আওয়ামীলীগ এর প্রভাবশালী উপদেষ্টা কাজল কান্তি দাশ,যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাস,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,অজিত কান্তি দাশ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক মোঃশামসুল ইসলাম।অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি বলেছেন,বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল।অনেক সংগ্রাম-অর্জনের মধ্য দিয়ে আজ ৭০ বছরে পৌছেছে বাংলাদেশ আওয়ামীলীগ।স্বাধীনতা বিরোধীরা এই দেশে জঙ্গীবাদ শুরু করেছিল কিন্তু সেই জঙ্গীবাদকে শেখ হাসিনা শক্ত হাতে দমন করতে সক্ষম হয়েছে।দেশে আজ শান্তিপুর্ন পরিবেশ বজায় আছে।হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমানের জন্ম না হলে এ বাংলাদেশ স্বাধীন হতো না।বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা তারই কন্যা দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে।পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরও বলেন,বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। অবকাঠামোগত ভাবে দেশ অনেক উন্নত হয়েছে।শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনেই দেশে স্বাস্থ্য,শিক্ষায় অভুতপূর্ব উন্নতি হয়েছে।ইতিমধ্যে দেশ খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়েছে।তিনি বলেন,দেশে এখনো অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে।সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর।উপস্থিত আওয়ামীলীগ নেতাকর্মীদের কাছ থেকে তিনি জানতে চান আজকে তিন পার্বত্য জেলায় যে সুখের নহর বয়ে যাচ্ছে এটা কার অবদান,এটা আর কেউ নয় বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদান।তিনি ১৯৯৭ সালে যে শান্তিচুক্তি করেছেন তাঁরই সুফল ভোগ করছে তিন পার্বত্য জেলার লাখ লাখ জনগণ।পার্বত্য চট্টগ্রাম এর উন্নয়নে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।আমাদের মা-বোন এর স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিক দিয়েছেন।ঘরে ঘরে বেকার যুবকদের চাকরি দিয়েছেন।জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ,বাংলাদেশের জনগণ নিরাপদ।এটা আর কারও পক্ষে সম্ভব নয়।তিনি আরও বলেন,বঙ্গবন্ধু শোষণ মুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন,তাঁর দেখানো পথ ধরেই দেশরত্ন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধির পথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় বাংলাদেশকে।সমাবেশে উপস্থিত হয়ে বান্দরবান জেলা আওয়ামীলীগ নেতারা তাদের বক্তব্যে বলেন,বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে ধারাবাহিক ভাবে যে কাজ করে যাচ্ছে তা অতীতে কোন সরকার করেনি।পাহাড়ের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সরকারের উন্নয়ন পৌঁছে দিচ্ছি।এই উন্নয়নের সুফল পার্বত্য অঞ্চলের জনগণ পাচ্ছে।এসময় অন্যান্যের মদ্ধে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন,জেলা আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল দাশ,বান্দরবান জেলা যুবলীগের আহবায়ক মোঃহোসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক,সাবেক ছাত্রনেতা মোঃমহিউদ্দিন,সাবেক ছাত্রনেতা রাজু বড়ুয়া,বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ,বান্দরবান জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম বাবু,জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃমুছা কোম্পানি,শ্রমিকলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,জেলা শ্রমিক লীগ যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ,সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুজন চৌধুরী,জেলা যুবলীগ নেতা আশুতোষ কুমার দে আশু,জেলা ছাত্রলীগ সহসভাপতি আশিষ বড়ুয়া সহ প্রমুখ।অনুষ্ঠান শেষে,কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনের আনুষ্ঠানিকতা পালন করা হয় এবং সমাবেশে উপস্থিত নেতা ও কর্মীদের মাঝে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক বিতরণ করা হয়।সমাবেশে বান্দরবান জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!