বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ৬ ব্যক্তি গুরুতর আহত হয়েছে।আজ ১৩ ই জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবান থেকে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা করা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রেইচা রাস্তার মুখে খাদে পড়ে গেলে ৬ ব্যক্তি গুরুতর আহত হয়।
আহত ব্যাক্তিরা হল রাজা মিয়া( ৪০) সুমন (২৪) জাহানারা বেগম (৪০) সুমাইয়া (১৬) রেহেনা আক্তার (৩২) ইয়াসমিন আক্তার (২০)। আহত ব্যাক্তিরা সবাই নরসিন্দির মাদব পুরের বাসিন্দা।
দুর্ঘটনার খবর জানতে পারলে বান্দরবান ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহত ব্যক্তিদের মধ্য ৩ জনের অবস্থা খুবই গুরুতর। তাদেরকে বর্তমানে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ উদ্দিন জানান আমরা লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেছি। বর্তমানে তাদের বান্দরবান সদর হাসপাতালের সকল রকম চিকিৎসার ব্যবস্থা চলছে এছাড়াও আহত ব্যক্তিদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি আরো জানান পাহাড়ি উঁচু-নিচু ঢালু রাস্তাতে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি হয়েছে। তাই তিনি সকলকে সর্তকতার সাথে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর আহব্বান জানান
রিমন পালিত
বান্দরবান প্রতিনিধি
১৩ জুন ২০১৯