

বিশেষ প্রতিনিধিঃ-পৌরকর পরিশোধ করুণ,শহর উন্নয়নে শরিক হউন এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবান জেলা শহরের ১ ও ২নং ওয়ার্ডে শুরু হয়েছে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প’২০১৭।২৪ মে রোজ বৃহস্পতিবার বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ড এর হর্টিকালচার এলাকায় উক্ত অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প এর আনুষ্ঠানিকতা শুরু হয়।বান্দরবান পৌরসভার মেয়র মোঃইসলাম বেবী অস্থায়ী এই ক্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।এসময় বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম,পৌর যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আকাশ চৌধুরী,স্থানীয় পৌর কাউন্সিলর সহ উক্ত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।পৌরসভা সুত্রে জানা যায় বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে সপ্তাহব্যাপী এই অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প গুলো পরিচালিত হবে।উদ্বোধন করতে গিয়ে পৌর মেয়র বলেন,পৌরবাসীর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দ্রুততম সময়ে পৌর কর আদায় করার জন্য এই অস্থায়ী ক্যাম্প চালু করা হয়েছে।এতে পৌরসভার নাগরিকদের কষ্ট করে আর পৌর অফিসে গিয়ে কর পরিশোধ করতে হবেনা।এতে পৌর নাগরিকদের সময় বেচেঁ যাবে আবার পৌর কর আদায়ের মাধ্যমে পৌর নাগরিকদের সেবার মানও নিশ্চিত হবে।আপাতত পৌর কতৃপক্ষ এই অস্থায়ী ক্যাম্প শহরের নয়টি ওয়ার্ডে সপ্তাহব্যাপী চালালেও পরবর্তীতে দীর্ঘমেয়াদি ক্যাম্প পরিচালনা করা যায় কিনা পৌর কতৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করবে।