লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের ইফতার মাহফিল অনুষ্ঠিত


চট্টগ্রাম দক্ষিণ প্রতিবেদক প্রকাশের সময় :১৪ মে, ২০১৯ ২:৩০ : পূর্বাহ্ণ 597 Views

চট্টগ্রাম নগরে বসবাসরত লোহাগাড়াবাসীর মিলনকেন্দ্র লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের ইফতার মাহফিল ও ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান ১৩ মে সোমবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।সমিতির সাধারণ সম্পাদক নাজমুল মোস্তফা আমিনের সঞ্চলনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য,আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। বিশেষ অতিথি ছিলেন এমপির সহধর্মিণী বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী,লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,ভাইস চেয়ারম্যান ইব্রাহীম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইসমাঈল মানিক প্রমুখ।

উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়া,সহসভাপতি এম এম মুজিবুর রহমান, ফজল আহমদ হারুন, সালাহ উদ্দিন হিরু, ডা. শাহ আলম, এস এম মঞ্জুরুল হক চৌধুরী, মোস্তাক আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জুলফিকার আলী ভুট্টো, ইষ্কান্দার মির্জা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, অর্থসম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ শহিদুল্লাহ, সহঅর্থ সম্পাদক কাজী আরিফুল ইসলাম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আরফাত হোছাইন বিপ্লব, প্রচার সম্পাদক ফৌজুল কবির ফজলু, ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমাঈল, প্রতিষ্ঠাতা সদস্য মোস্তাক আহমদ, নির্বাহী সদস্য মুহাম্মদ আবু তাহের, সাজ্জাদ হোসেন মিনহাজ প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লোহাগাড়া সমিতি চট্টগ্রাম শহরে বসবাসরত লোহাগাড়াবাসীর সবচেয়ে বড় ফ্লাটফর্ম হিসেবে সগর্বে বিরাজমান আছে। এই সমিতির সার্বিক উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!