আওয়ামী লীগ নেতাদের ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হচ্ছে। জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।শনিবার (১১ মে) নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্বাবধানে আওয়ামী লীগ নেতাদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এ ডাটাবেজে অন্তর্ভূক্ত থাকবে দেশের প্রতিটি এলাকার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকরা। তাদের নাম, মোবাইল নম্বর ও ইমেইলে এড্রেস সংগ্রহ করা হচ্ছে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলা আওয়ামী লীগের এই সভায় প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতা এবং সংসদ সদস্যরা।