

সেলিম উদ্দীন (স্টাফ রিপোর্টার):-বান্দরবান জেলার লামা উপজেলা অন্তর্গত আজিজনগর গ্রামের মোঃমাহিম উদ্দিন নামে একটি মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।গত ১-৫-২০১৭ তারিখ রোজ সোমবার বিকেল ৪ টায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে মাদ্রাসা ছাত্রটি বাসা থেকে বের হয়েছিলো।কিন্তু সন্ধ্যায় মাদ্রাসা কতৃপক্ষ তার পরিবারকে জানায় মাহিম উদ্দিন মাদ্রাসায় হাজির হয়নি।যদি কোনও সুহ্নদয়বান ব্যাক্তি মাহিম উদ্দিন এর সন্ধান পেয়ে থাকেন 01884070933 অথবা 01869636807 উক্ত নাম্বার দুটিতে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।