

এম মহিউদ্দীন চৌধুরী,(চট্টগ্রাম):-
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়ন প্রাঙ্গনে সংগঠনের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আ.জ.ম সেলিম।এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সী আবদুর রউফ সৌরভ।প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা সিনিয়র সহ-সভাপতি বাপ্পী চৌধুরী সাংগঠনিক সম্পাদক শফর আলী চৌধুরী, প্রচার সম্পাদক কামরুল হাসান রানা,বক্তব্য রাখেন পটিয়া উপজেলা সভাপতি কামাল হোসেন,চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন,মো:বেলাল, জাহেদুল ইসলাম,ইদ্রিস মিয়া,মোশারফ হোসেন,মাহবুব আলম,মোস্তাফা আল আমিন,নেজামুল করিম,আবদুল হামিদ,সায়েম,জসিম উদ্দিন,রফিকুল আলম,আজম উদ্দিন সিকদার,রাজীব উদ্দিন,রিয়াজ প্রমুখ।এতে বক্তারা বলেন,১৯৮১ সালের ১৭ মে এ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের হাল ধরেছিল।মেধা প্রজ্ঞা ও উন্নয়নের মাধ্যমে এদেশকে স্বনির্ভরশীল করে তোলার মাধ্যমে গ্রাম বাংলার দু:খী মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে চলেছেন।নতুন প্রজন্মকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০২১ ও ভিশন ২০৪১ রূপকল্প বাস্তবায়নে একযোগে কাজ করার আহবান জানান।