অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল ‘দ্য লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়া’র আমন্ত্রণে দেশটির নিউ সাউথ ওয়েলস স্টেটের নির্বাচন পর্যবেক্ষণ করতে গেলেন বিএনপির আইন-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি অস্ট্রেলিয়া যান। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খানের বরাতে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, নির্বাচনে পর্যবেক্ষণের দায়িত্ব পালনের আড়ালে মূলত অস্ট্রেলিয়া সরকারের কাছে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নালিশ করতে গেছেন ব্যারিস্টার কায়সার কামাল। অস্ট্রেলিয়ার সরকারকে বোঝাতে সমর্থ হলে কমনওয়েলথ রাষ্ট্রগুলোর মাধ্যমে চাপ সৃষ্টি করে বেগম জিয়ার মুক্তির ব্যবস্থা করা ও নতুন একটি নির্বাচন আদায় করতে সমর্থ হবে বিএনপি। পাশাপাশি অস্ট্রেলিয়ার বাঙালি কমিউনিটির ক্ষমতাবান ও প্রভাবশালী নেতাদের মাধ্যমে বেগম জিয়ার মুক্তির ব্যবস্থা করতে সরকার বরাবর চিঠি, স্মারকলিপি প্রেরণ করাতে চায় বিএনপি।
ব্যারিস্টার কায়সার কামালের অস্ট্রেলিয়া সফরের বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, বিএনপি নেতা অস্ট্রেলিয়ায় নির্বাচন পর্যবেক্ষণ করার দাওয়াত পাওয়ায় আমরা গর্বিত। এটি প্রমাণ করে বিএনপির আন্তর্জাতিক সমর্থন এখনো ফুরিয়ে যায়নি। এখন গুঞ্জন শুনছি, বিএনপি নাকি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করতে বিদেশে প্রতিনিধি পাঠাচ্ছে। এগুলো নিছক গুজব। আর বিদেশে গিয়ে নালিশ করে তো কোন লাভ নেই। বাংলাদেশের ক্ষমতায় বসতে জনগণের সমর্থন লাগে, বিদেশিদের সহায়তা নয়। তবে আমরা সাধ্যমতো জনমত গড়ে তুলতে কাজ করছি।