জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে চায় বিএনপি


প্রকাশের সময় :১২ মে, ২০১৭ ৩:১৬ : পূর্বাহ্ণ 630 Views

হোটেল ওয়েস্টিন (ঢাকা):-বিএনপি জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার (১০ মে) বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠ‍ার প্রত্যয়ে দলের পরিকল্পনা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়।এতে ‘ভিশন-২০৩০’ ন‍ামে বিশেষ পরিকল্পনা তুলে ধরেন বিএনপি প্রধান।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ,ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ,বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত হন।
খালেদা জিয়া বিএনপির ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে ৩৭ দফা প্রস্তাবনা তুলে ধরে বলেন,বিএনপি মনে করে বাংলাদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল,আজ সে রাষ্ট্রের মালিকানা তাদের হাত নেই। তাই দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে চায় বিএনপি।তিনি বলেন,সব বাধা-বিঘ্ন জয় করে উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।বিএনপি প্রধান বলেন, বিএনপি যে প্রস্তাবনা তুলে ধরছে এতে দেশবাসীর মতামত যুক্ত হলে তা আরও সমৃদ্ধ হবে বলে আশা করি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!