

রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার ৩রা ফেব্রুয়ারি সকাল ১০ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে এসএমসি সভাপতি অংশৈচিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা প্রমুখ।আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ সরকার, স্কুলে প্রধান শিক্ষক উচহ্লা মারমা, সিনিয়র শিক্ষক(অবঃপ্রাপ্ত) মংপু মারমা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ।অভিভাবকদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা বলেন, আমাদেরকে শিক্ষার প্রতি আরো সচেতন হতে হবে। সন্তানরা ঠিকমত লেখাপড়া করেছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, যে শিক্ষক নিয়মিত স্কুলে যাবেনা, ঠিকমত ক্লাস করবেনা তাদেরকে বরখাস্ত করা হবে। দরকারে নতুন শিক্ষক নিয়োগ নেয়া হবে। ক্লাস ফাকি দেয়া যাবে।