

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:- বান্দরবানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ প্রঙ্গনে গিয়ে শেষ হয়।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্টানের অয়োজন করা হয়। বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি রহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যা সা প্রু,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মো:মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান।এই সময় অনান্যের মধ্য আরো উপস্থিত ছিলেন অতিরক্তি জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর-রশীদ,বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক এ কে এম জাহাঙ্গীর সহ অনেকে। অতিথিরা বলেন,রেড ক্রিসেন্ট মানবতার সেবায় নিয়োজিত।আর্তমানবতার সেবাই রেড ক্রিসেন্ট মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বন্ধুর মত পাশে থাকে যে কোন কিছুতে।দেশের নিপিড়ীত মানুষের কাছে সেবা পেীঁছে দেয়ার জন্য রেড ক্রিসেন্ট ব্রত গ্রহন করেছে।তাই সকলের সহযোগীতা ও আন্তরিকতা পাশে থাকলে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরো গতিশীল করা যাবে বলে মনে করেন বক্তারা।