বান্দরবান সদর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সুয়ালক উচ্চ বিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৩০ জুন) সুয়ালক উচ্চবিদ্যালয় এর একাডেমি ভবনে এই সংবর্ধনা ও নবীন শিক্ষার্থী বরণ অনুষ্ঠিত হয়।সুয়ালক উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ ক্যা নু মার্মা,প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন,১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সবুর মেম্বার প্রমুখ।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম.এ.লতিফ সিকদার এর সঞ্চালনা এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক পাঁচকডি দাশ,সিনিয়র শিক্ষক দীপু কুমার বড়ুয়া,সিনিয়র শিক্ষক দেবমিত্র বড়ুয়া,সাবেক শিক্ষার্থী ফারুক খান তুহিন।এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষিকা নারগিস আক্তার, সনৎ কুমার বড়ুয়া, শামীম আকবর, সন্তোষ কুমার দত্ত, প্রবণ কান্তি দেব, কেয়া আক্তার ও মো: ইসমাঈল।বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাসপিয়া সিকদার তুসি এবং মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী তাসলিমা ইসলাম।এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান বিদায়ী শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তারা বলেন, সার্টিফিকেট অর্জন মানে শিক্ষিত হওয়া নয়, উন্নত চরিত্রের প্রতিফলনই শিক্ষিত হওয়ার প্রমাণ। প্রতিটি শিক্ষার্থীকে চরিত্রবান হতে হবে।বক্তারা আরো বলেন, সুয়ালক উচ্চ বিদ্যালয় অতীতের ধারাবাহিকতায় এবারও ভাল ফলাফল করবে। প্রতিটি শিক্ষার্থীকে সেভাবে প্রস্তুত করা হয়েছে।পরে মোনাজাতের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য দোয়া করেন মাওলানা মোসলেহ উদ্দিন। পরীক্ষার্থীদের পরীক্ষার উপকরণও বিতরণ করা হয়।উল্লেখ্য,এ বছর তিনটি বিভাগ থেকে ৯৫জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।