পুলিশিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়া হবে


নিউজ ডেস্ক প্রকাশের সময় :৩০ জানুয়ারি, ২০১৯ ৪:১১ : অপরাহ্ণ 636 Views

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাতে পুলিশ সেবা সপ্তাহ/১৯ উপলক্ষে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার সকালে থানা চত্বরে পুলিশী সেবা সপ্তাহের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।উপজেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লামা সার্কেল) আবদুস সালাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) জায়েদ নূর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ইকবাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ, সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যানে ওয়ান চাক, প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা মাঈনুদ্দিন খালেদ, মহিলা নেত্রী সানজিদা আক্তার রুনা।
উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মসজিদের ঈমাম, সাংবাদিক, মন্দিরের পুরোহিত, শিক্ষক, জন প্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবগর্রা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার।অনুষ্ঠানে পুলিশ সেবা সপ্তাহ এর অংশ হিসেবে মাদক নির্মূল, অপরাধ, জঙ্গিবাদ প্রতিরোধ, সকল পুলিশিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন পুলিশ কর্মকর্তাবৃন্দরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!