

বান্দরবানের রুমা উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বদলি ও অবসরজনিত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই সবর্ধনা সভায় অনুষ্ঠিত হয়।এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বদলি ও অবসরজনিত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা।
রুমা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলমসহ প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক, অন্যত্র বদলি হওয়া প্রধান শিক্ষক সহ কর্মরত শিক্ষক মন্ডলী ও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে বিদায়ী এসএসসি পরীক্ষাদের উপহার এবং বিশেষ অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।