

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি এর সহকারীএকান্ত সচিব হিসেবে আবারো নিয়োগ পেয়েছেন সাদেক হোসেন চৌধুরী।মঙ্গলবার রাষ্ট্রপতি আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।২০১৪ সালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর প্রতিমন্ত্রী থাককালেও তিনি সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়াও সাদেক হোসেন চৌধুরী জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।তাছাড়া তিনি পার্বত্য জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল পাহাড়বার্তা ডটকম এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।এদিকে সাদেক হোসেন চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর সহকারী একান্ত সচিব হিসেবে আবারো নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সিএইচটি টাইমস ডটকম এর প্রকাশক ও সম্পাদক লুৎফুর রহমান উজ্জ্বল।