

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান রোয়াংছড়ি কলেজ পরিচালনা কমিটি উদ্যোগে আয়োজিত রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার উর্ত্তীণ ৮৭জন শিক্ষার্থীদের নিয়ে রোয়াংছড়ি কলেজ হল রুমে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী মারমা সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাউসাং মারমা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা,সিনিয়র সহ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী প্রতিনিধি নেইতং বুইতিন বম,অব:মাষ্টার মংপু মারমা,উপজেলা আওয়ামীলীগে যুগ্ন সাধারণ সম্পাদক ধীরেন ত্রিপুরা,কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনন্দসেন তঞ্চঙ্গ্যা,ইতিহাস বিভাগের প্রভাষক মংচসিং মারমা,তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক উথোয়াইপ্রু মারমা,বাংলা বিভাগে প্রভাষক নোহা ত্রিপুরা,যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক ডশৈয়ী মারমা,অর্থনৈতিক বিভাগে প্রভাষক চৈতি পদ দাশ,অফিস সহকারি অংপ্রু মারমা,কম্পিউটার অপারেটর চন্দনজয় তঞ্চঙ্গ্যা,লাল থাংসান বম,সমাজ সেবক আব্দুর রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্ধ ।
আলোচনা সভায় বক্তারা বলেন,আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।মানুষের জীবনে শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই।শিক্ষা ছাড়া উন্নতি করা যায় না।শিক্ষাজ্ঞান হল চাবি কাঠি।বর্তমান সরকার ডিজিটাল দেশ হিসেবে রূপান্তরিত করে জনস্বার্থে শিক্ষার মানউন্নয়নে স্বতস্ফুত ভাবে কাজ করে যাচ্ছে।এসময় রোয়াংছড়ি সরকারি স্কুলে সহকারি শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা জানায়,এবারের প্রায় ১১৪ জন শিক্ষার্থীর পরীক্ষার অংশগ্রহণ করছিল,তার মধ্যে প্রায় ৮৭ জন ছাত্র-ছাত্রী পাশ করেছে।আগামীতে আরও বেশি ছাত্র-ছাত্রী পাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষকেরা।অনুষ্টানের শেষ পর্যায়ে ২০১৭ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার উর্ত্তীণ ৮৭জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।