

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে এশিয়ান টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে আয়োজন করা হয় এক আলোচনা সভা অনুষ্ঠানের।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান মো:আব্দুল কুদ্দুছ,প্রেসক্লাবের সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন,সাবেক সাধারন সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় অনুষ্ঠানে বক্তারা এশিয়ান টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপনকে স্বাগত জানান এবং বলেন, আগামীতেও বস্তুুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার অগ্রপথিক হিসেবে এশিয়ান টেলিভিশন তাদের দক্ষতার প্রমাণ দেবে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে এশিয়ান টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।