বান্দরবানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী


বান্দরবান প্রতিনিধি প্রকাশের সময় :২ জানুয়ারি, ২০১৯ ৮:২৩ : অপরাহ্ণ 614 Views

সারাদেশে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের অংশ হিসেবে লাংগী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষর্থীদের মাঝে বই বিতরণ করেছেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

আজ বুধবার (০২ জানুয়ারী) সকালে বান্দরবান পৌরসভা ৯নং ওয়ার্ডের লাংগী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাহাড়ি ও বাঙ্গালী কোমলমতি শিশু শিক্ষর্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।লাংগী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিঠির সভাপতি ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, ‘আমাদের সন্তানরা যত বেশী শিক্ষিত হবে আমাদের দেশ ততবেশী উন্নত হবে। আমাদের শিশুদের প্রথমিক পর্যায় থেকে মেধাবী করে গড়ে তুলতে পারলেই তারা একদিন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

লাংগী পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের মোট ১ শত ৭৭ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ১শত ৭৭ সেট বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রবিণ মুরব্বি নুরুল কবির সওদাগর, সম্পাদক মোহাম্মদ মামুন, লাংগী পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল কান্তি ধর, শিক্ষিকা আবিদা সুলতানা, শিক্ষিকা রিকা বৈরাগী, শিক্ষক আব্দুল শুক্কুর, পৌর কৃষকলীগ নেতা জসিম উদ্দিন এছাড়াও সাংবাদিকদের মধ্যে ছিলেন দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ অাবদুর রহিম, সিটিজি টিভির জেলা প্রতিনিধি মোঃ অালী,মৈত্রী স্টাফ রিপোর্টার রশিদ অাহম্মদ,৭১ বাংলা টিভির সদর প্রতিনিধি মোঃ মহরম অালী,বিডি লাইভ টিভির জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি, মোঃ রাসেল অালী তালুকদার প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!