লামায় জাতীয় পার্টির ৩৩ ও যুবলীগের ২ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পূর্বশিলেরতুয়া স্কুল মাঠে ধানের শীষের এক নির্বাচনী প্রচারণা সভায় জাপার নেতাকর্মীরা ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
বিএনপি নেতা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ও জাপানেতা মো. আশাফ আলী, নুরুন্নবী রুবেল, খোরশেদ আলম, মো. রিদুয়ান, মো. ইসমাইল, মিজানুর রহমান, বেচা মিয়া, মামুন মিয়া ইকবাল হোসেন সহ ৩৩ জন নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করেন করেন বিএনপির নেতৃবৃন্দরা। এছাড়া রুপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. ইউছুপ বিএনপিতে যোগ দেয়।
উপজেলা বিএনপির সদস্য ও অত্র এলাকার মুরুব্বী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা বিএনপি’র সভাপতি আমির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদস্য আব্দুল মান্নান মেম্বার, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইনচান, ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান, ছাত্রদল সভাপতি মনিরুল ইসলাম তুহিন সহ প্রমূখ।
যোগদান করে নেতা কর্মীরা বলেন, বাংলাদেশের যেকোনো নাগরিক বর্তমান সরকারের অনাস্থা জানিয়ে বিএনপিতে যোগ দিতে পারে। আমরা বিএনপি পরিবারকে স্বাগত জানাই এবং আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের নেত্রীর মুক্তির পথ সুগম করার আহ্বান জানাচ্ছি।