

বান্দরবানের রুমা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ লাল পিয়াক বম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক লাল পিয়াক বম একজন অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।সোমবার বিকেলে উপজেলা সদরের ব্যথেল পাড়া ঘাট থেকে তাকে আটক করা হয়। সে পাইন্দু পুর্নবাসন পাড়ার সাংত্লিক বমের ছেলে। চট্টগ্রাম র্যাব ৭ এর কর্মকর্তা মেজর মাসুদের নেতৃত্বে রুমায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র্যাব কর্মকর্তা মেজর মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে নাইন এম এম বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।মেজর মাসুদ জানান লাল পিয়াক অস্ত্র ব্যবসায় জড়িত রয়েছে এমন তথ্য পাওয়ারপর বেশ কিছু দিন থেকে নজরদারী করারপর তাকে আটক করা হয়পরে সন্ধ্যায় আটক লাল পিয়াক বমকে রুমা পুলিশের কাছে সোপর্দ করা হয়।