

বান্দরবানের কালাঘাটায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মোঃ কামাল মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিনজন। নিহত মোঃ কামাল মিয়া সিলেট হবিগঞ্জের মৃত: আক্কাস মিয়ার ছেলে।
আজ সাড়ে ১২ সময় কালাঘাটা ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন আক্কাস মিয়ার ছেলে লিটন, মর্তুজা আলীর ছেলে মিজানুর রহমান ও মৃত: ইসা মিয়ার ছেলে মোঃ ফারুক। তারা সবাই সিলেট হবিগঞ্জের বাসিন্দ
স্থানীয়রা জানান, নতুন ব্রীজের সংলগ্ন ব্রীকফিল্ড এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ দেবার সময় পাশের সংযোগ চালু থাকা অপর একটি তারের সাথে নতুন তারটি হঠাৎ ধাক্কা খেয়ে লেগে গিয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মোঃ কামাল মিয়া নিহত হয়। এসময় আরো তিনজন আহত হয়। পরে সবাইকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারা ঠিকাদার মোঃ ইসমাইল ঠিকাদারের অধীনে বিদ্যুৎ বিভাগের নতুন সংযোগের কাজ করছিলেন।
এ বিষয়ে ডাঃ সামিরা জামান বলেন, হাসপাতালে আনার আগেই মোঃ কামাল মিয়ার মৃত্যু হয়েছে।