

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কালাঘাটার বডুয়ার টেক এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৮ এপ্রিল) দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন-মো.সাদ্দাম (৩০),টিটু বড়ুয়া (৩১),বেলাল (২৯) ও মো.জাহাঙ্গীর (৩৩)।পুলিশ জানায়,সন্ত্রাসী হামলার ঘটনার অভিযোগের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।তাদেরকে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিনগত রাতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বান্দরবান শহরে ফেরার পথে একটি গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা।এসময় পার্বত্য প্রতিমন্ত্রীর ড্রাইভার মংনুচিং মার্মা,পার্বত্য জেলা পরিষদের ড্রাইভার ঊশৈসিং ও উচপ্রু মার্মা,সিভিল সার্জন অফিসের ড্রাইভার অংথুই চিং গুরুতর আহত হন।