

নিউজ ডেস্কঃ-বর্তমান আওয়ামীলীগ সরকারের কারণে পার্বত্য এলাকার নানাবিধ উন্নয়ন সাধিত হচ্ছে,আগামীতে নানা কর্মপরিকল্পনা গ্রহন করে পার্বত্য এলাকার ব্যাপক উন্নয়ন সাধন করা হবে এমটাই মন্তব্য করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। আজ শনিবার বিকালে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের বরাদ্ধকৃত অর্থায়নে বান্দরবানের সুয়ালক তুলাতলী বাজার জামে মসজিদ ও আবাসিক উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষ উদ্বোধন এবং সুলতানপুর জামে মসজিদ নিমার্ণ কাজের ভিত্তিপ্রস্থর অনুষ্টানে এসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি।উন্নয়ন কাজ গুলোর ব্যায় ধরা হয়েছে ১কোটি ৪৮ লক্ষ নব্বই হাজার টাকা।এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃশফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃকামরুজ্জামান,পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি মোঃশফিকুর রহমান, বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম.আব্দুল আজিজ, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ ইয়াছির আরাফাত,সুয়ালক ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান উক্যনু মার্মা,বান্দরবান জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মুছা কোম্পানী,সদর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃইয়াকুব আলী চৌধুরী,সুলতানপুর জামে মসজিদের জন্য জায়গা দাতা মাওলানা মোঃইউসুফ হেলালী,সুলতানপুর জামে মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম, সুলতানপুর জামে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ন-আহ্বায়ক মুহিব উল্লাহ ভূইয়া,সুয়ালক ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও কাইচতলী ২নং ওয়ার্ড সদস্য মোঃ জসিম উদ্দীন,তুলাতলী বাজার জামে মসজিদ পরিচালন কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল হক, তুলাতলী বাজার জামে মসজিদ পরিচালন কমিটির সাধারণ সম্পাদক ও খতিব মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান,উত্তর সুলতানপুর দারুল কোরআন নুরানী মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু বক্কর,জেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ ইদ্রিছ, সুয়ালক ১নং ওয়ার্ড সদস্য আব্দুস ছবুর মেম্বার,মহিলা কাউন্সিলর রিনা বেগম সহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ও ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন,শান্তি চুক্তির সুফল পাচ্ছে পার্বত্যবাসী।পাহাড়ের আনাচে কানাচে সর্বত্র মসজিদ- মন্দির-বিহার- গির্জা সহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ণ করা হচ্ছে। আগামাীতে পার্বত্য এলাকায় আরো নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সরকার যতেষ্ট আন্তিরক। পার্বত্য এলাকার উন্নয়নে সকলের সহযোগিতায় ও আন্তরিকতা প্রয়োজন,আপনারা আগামীতে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা র্মাকায় ভোট দিয়ে আওয়মীলীগ সরকারকে আপনাদের সেবা করার সুযোগ প্রদান করার আহ্বান জানাই।