ইউপিডিএফ সন্ত্রাসী কতৃক অপহৃত ৭৮ চা শ্রমিকের ১৬ জন খাগড়াছড়ির রামগড় থেকে উদ্ধার


প্রকাশের সময় :২৭ এপ্রিল, ২০১৭ ৯:৩৯ : অপরাহ্ণ 709 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-এক ত্রিপুরা নারী চা শ্রমিক বাঙালি ছেলেকে ভালবেসে পালিয়ে বিয়ে করার জের ধরে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ফটিকছড়ির নাছিয়া চা বাগানের ৭৮জন ত্রিপুরা শ্রমিক গত শুক্রবার অপহৃত হয়।এর মধ্যে ১৬জনকে রামগড়ে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।গতকাল বুধবার রামগড়ের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় দিনভর অভিযান চালিয়ে ৫টি পরিবারের ৮ শিশু ও ৫ মহিলাসহ ১৬জনকে উদ্ধার করা হয়।অপহৃতদের মধ্যে ১৪ পরিবারের ৬২জনকে এখনও উদ্ধার করা যায়নি।বিজিবি জানায়,তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।এদিকে অপহৃতদের মধ্যে ১৬জনকে উদ্ধারের খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান আল মামুন ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো:ফরহাদ বুধবার রাতে রামগড় থানায় এসে ঐ শ্রমিকদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন।জানা যায়,বুধবার সকালে রামগড় বিজিবি জোনের সহ-অধিনায়ক মেজর হুমাযুন কবিরের নেতৃত্বে একটি টহল দল অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে।ফটিকছড়ির দাঁতমারা লাগায়ো রামগড়ের গুজাপাড়া,মরাকয়লা, গরুকাটা প্রভৃতি দুর্গম পাহাড়ি এলাকায় সারাদিন অভিযান চালায় বিজিবি।উদ্ধারকৃতরা হচ্ছে,সত্য কুমার ত্রিপুরা(৩৫),স্ত্রী পতিবালা ত্রিপুরা(৩০),শিশু পুত্র শুভ ত্রিপুরা(৩),কন্যা জ্যোতি ত্রিপুরা(২),রদন ত্রিপুরা(৬০), স্ত্রী মায়া লক্ষ্মী ত্রিপুরা(৫৫),শান্ত ত্রিপুরা(২৫),স্ত্রী লক্ষ্মী মালা ত্রিপুরা(২০),শিশু কন্যা রিতা ত্রিপুরা(৩),শির মতি ত্রিপুরা(৩৪),শিশু সন্তান জীবনা(৯),অরুন(৭), রুবেল(৫),বিজয়(২) এবং বিনো মালা ত্রিপুরা(৩০) ও শিশু নুপুড়(৩)।গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এদের উদ্ধার করে রামগড় বিজিবি ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।অভুক্ত,অর্ধভুক্ত এসব উদ্ধারকৃতদের বিজিবির পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়।উদ্ধারকৃতরা জানান,উপজাতীয় সন্ত্রাসীরা চা বাগান থেকে তুলে নিয়ে যাওয়ার পর রামগড়ের দুর্গম এলাকায় তাদের আটকে রাখে।ঐ এলাকার কয়েকজন গ্রামবাসী তাদেরকে সামান্য খাবার খেতে দেয়।ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে তারা গত ৫দিন অভুক্ত,অর্ধভুক্ত অবস্থায় কাটায়।সন্ত্রাসীরা তাদেরকে বাগান থেকে নিয়ে জঙ্গলের ভিতর আটকে রাখে।অন্যান্য অপহৃতরা কোথায় আছে তারা তা জানেন না।রামগড় বিজিবি জোন কমান্ডার লে.কর্ণেল এম জাহিদুর রশিদ বলেন,পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীরাই চা বাগানের ত্রিপুরা শ্রমিকদের সপরিবারে অপহরণ করে।৫দিন যাবৎ এদেরকে রামগড়ের দুর্গম এলাকায় আটকে রাখা হয়।অনাহারে থেকে তারা খুবই দুর্বল হয়ে গেছে।জোন কমান্ডার আরও জানান,অপহৃত অবশিষ্ট লোকজনদের উদ্ধার করতে বৃহষ্পতিবার পুনরায় অভিযান চালানো হবে।সিন্ধুকছড়ি সেনা জোন ও রামগড় বিজিবি যৌথভাবে এ অভিযান চালাবে।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!