

বান্দরবান অফিসঃ-বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।আজ শনিবার সকাল ১০ টায় বান্দরবান অরুন সারকি টাউন হলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীলের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এ সময় বিশেষ বর্ধিত সভায় জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরসহ জেলা ছাত্রলীগেরসিনিয়র নেতৃবৃন্দ, প্রত্যেক উপজেলা এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন ।এ সময় সভায় বক্তরা বলেন আগামী একাদশ সংসদ নির্বাচনে ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।