

বান্দরবান অফিসঃ-“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’র উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে থেকে মেলাটি উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন। জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সেনাবাহিনীর ভারপ্রাপ্ত ব্রিগেড কমান্ডার লে:কর্ণেল এসএম আব্দুল্লাহ আল আমিন,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী , আঞ্চালিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃসোহরাব হোসেন সহ জেলার সরকারী ও বেসরকারী বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় চত্তরে ৩ দিন ব্যাপী আয়োজিত মেলায় এবার ৮৪টি স্টল স্থান পায়। মেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্টল অন্যতম আধুনিক স্টলে রুপান্তরিত হয়েছে,এতে বিভিন্ন সরকারী দপ্তর ছাড়াও পাহাড়ী সম্প্রদায়ের নানা ধরনের হস্তশিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়া জেলার প্রত্যেক উপজেলায় ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’র উদ্বোধন করা হয়েছে।