

বান্দরবান অফিসঃ-বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন জনকল্যাণ সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ০৭সেপ্টেম্বর/২০১৮ শুক্রবার সকাল ০৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বান কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচনী ফলাফল ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা,নির্বাচনে কেন্দ্র পরিদর্শক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা সমবায় অফিসার ক্যবুহ্রী মার্মা,নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপালন করেন বান্দরবান জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মং হাই চিং মারমা, নির্বাচনে রিটার্নিং কর্মর্কতার দায়িত্ব পালন করেন ৪নং সুয়ালক ইউনিয়ন জনকল্যাণ সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা তোফাজ্জল হোসেন খানঁ জনি, সহকারী নির্বাচন কমিশনার সদস্য হিসেবে ছিলেন আব্দুল ছবুর মেম্বার, রিনা বেগম মেম্বার,নিার্বচনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করেন নির্বাচনকালীন এ্যাডহক কমিটির সভাপতি মোঃ কাজী এম.এ মালেক, নির্বাচনকালীন এ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, নির্বাচনকালীন এ্যাডহক কমিটির সদস্য মোশাররফ হোসেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন,আজ যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন,আর যারা হেরেগেছেন তাদের মন খারাপ করার কোন প্রয়োজন নেই,আগামী আপনারা বিজয়ী হবেন,আপনারা সকলে মিলে-মিশে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যানে এই প্রত্যাশা করি। ৪নং সুয়ালক ইউনিয়ন জনকল্যাণ সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দিতায় সভাপতি বিজয়ী হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম পলাশ। সহ-সভাপতি পদে আম প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছে মোঃ জসিম উদ্দীন। নির্বাচনে বাইসাইকেল প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন। যুগ্ন-সাধারণসম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন মোঃ হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক পদে মটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আশরাফ হোসেন জুলহাস। কোষাধ্যক্ষ(অর্থসম্পাদক) পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন মোঃ নুরুল্লাহ ভূইয়াঁ। দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন মোহাম্মদ জামাল উদ্দীন। সেই মুর্হুতে নির্বাচনকে ঘিরে এক আনন্দময় পরিবেশেষ সৃষ্টি হয়।