বান্দরবান অফিসঃ-গত ৩ সেপ্টেম্বর সোমবার ২০১৮ সোমবার সদর উপজেলা চেয়ারম্যান’র কার্যালয়ে চট্রগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ’র সাথে মতবিনিময় করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াই চিং,শীলনবাংলা ডটকম’র সহসম্পাদক আশরাফ হুমাইদ।
মতবিনিময়কালে চট্রগ্রাম অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান চট্রগ্রাম অনলাইন প্রেস ক্লাব’র যাবতীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং সংগঠন’র মুখপত্র ‘অনলাইন বার্তা’ চেয়ারম্যান মহোদয়ের হাতে তুলে দেন।
মতবিনিময়ে চট্রগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ক্লাব’র যুগ্ন সম্পাদক ও সিটিজি পোষ্ট ডটকম সম্পাদক স ম জিয়াউর রহমান,সাপ্তাহিক অপরাধ তালাশ সম্পাদক মো: মাইন উদ্দীন, ক্লাব’র অর্থ সম্পাদক ও অধিকার ২৪ ডটকম সম্পাদক রুপন দত্ত, ক্লাব’র সদস্য শিপক কুমার নন্দী, ক্লাব’র সদস্য ও সিটিজি বিডি নিউজ ডটকম’র স্টাফ রিপোর্টার ওয়াহেদ হাসান, সিটিজি পোষ্ট স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন রাজু।
বান্দরবানে চট্রগ্রাম অনলাইন প্রেস ক্লাব’র দিনব্যাপী এই সাংগঠনিক সফরে বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম,বান্দরবান সরকারী কলেজ’র অধ্যক্ষ মাকসুদুল আমিন,বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী,ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মো: আলী হোসেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার মো:রেজওয়ানুল ইসলাম’র সাথে মতবিনিময় করেন।
প্রসঙ্গগত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রণালয়ে আবেদিত অনলাইন নিউজ পোর্টাল গুলোর নিবন্ধন প্রদান এবং বাংলাদেশের যে কোন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে ২০১৬ সালে প্রতিষ্ঠিত চট্রগ্রাম অনলাইন প্রেস ক্লাব।