বান্দরবান অফিসঃ-মহান ত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল আযহা আবার আমাদের মাঝে সমাগত হলো।এই উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা তথা পার্বত্য অঞ্চলের সাধারণ ছাত্রসমাজ ও সকল জনসাধারণ এবং দেশবাসিকে জানাই ঈদ মুবারক।
আযহার অর্থ কোরবানি বা উৎসর্গ করা। তা প্রসারিত করতে হবে সকলের কর্ম ও চিন্তায়। কোরবানির শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক। “পবিত্র ঈদুল আযহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক উৎসর্গ ও ত্যাগের মহিমা- মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।”
ঈদুল আযহা সকলের জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এই কামনা করে আমি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।প্রতিবারের মতো এবারও কোরবানির ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক-এ প্রত্যাশা করি। “পবিত্র এই দিনে আমি মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।পাশাপাশি ডিজিটাল বান্দরবান এর রুপকার,পার্বত্য জনপদে উন্নয়নের কান্ডারী,সমৃদ্ধির ধারক ও বাহক মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপির গতিশীল নেতৃত্বে সমৃদ্ধ থেকে সমৃদ্ধশালী হয়ে উঠুক বান্দরবান এই প্রত্যাশা ব্যাক্ত করছি।
কাওসার সোহাগ,
সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ,
বান্দরবান পার্বত্য জেলা।