

সিএইচটি টাইমস নিউজঃ-বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন করা হয়েছে।আজ ১২ আগষ্ট রবিবার দুপুর ১২ টায় বান্দরবান পৌরসভা মধ্যম পাড়ার ৪ নং ওর্য়াডে দুর্যোগ ব্যাবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় ও বান্দরবান জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঝে ত্রাণ বিতরণ করা হয়।৬৬ টি পরিবারের মাঝে নগদ ৯ হাজার টাকা,৩ বান্ডিল ঢেউটিন,৩০ কেজি চাল,৫ কেজি ডাল,৫ কেজি সয়াবিন,২ কেজি লবন,২ কেজি মুড়ি, ২ কেজি চিড়া,২ প্যাকেট বিস্কুট প্রদান করা হয়।জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম বলেন,আমরা যদি একটু সচেতন হই তাহলে অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে পারি।বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাএীদের বই পত্র পুরে যাওয়াতে তারা পড়া লেখার ক্ষেএে ক্ষতির সম্মুখীন হয়েছে।ক্ষতিগ্রস্থ পরিবারের ছেলে মেয়েদের নামের তালিকা করে বিনামূল্যে সকল প্রকার বই বিতরন করার দায়িত্ব নেওয়া হয় বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে। সকলকে আরো সচেতন সচেতন হওয়ার পরার্মশ প্রদান করেন।
এাণ সামগ্রী বিতরনের সময় বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন,আমাদের সকলকে আরো সচেতন হতে হবে,সামন্য একটু ভুলের জন্য বান্দরবানে ঘটে গেল বিশাল অগ্নিকান্ড,এতে অনেক গুলো পরিবারের মাঝে নেমে এসেছে দুর্ভোগ।এভাবে যেন পুরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।এাণ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন,বান্দরবান সেনা জোন কমান্ডার এস এম আবদ্দুলাহ আল আমিন,পৌর মেয়র মোঃইসলাম বেবী,জেলা পরিষদ সদস্য ক্যা সা প্রু,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ আরো অনেকে।