

সিএইচটি টাইমস ডটকমঃ-পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসকারী লোকজনদের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে ১০ হাজার সোলার প্যানেল বিতরণ করবে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রকল্পের মাধ্যমে তিন পার্বত্য জেলায় পাঁচ হাজারেও বেশি সোলার প্যানেল বিতরণ করেছে।পাহাড়ে যেসব এলাকায় এখনো বিদ্যুৎ সুবিধা পৌঁছেনি যেসব এলাকার পাড়াগুলোতে এসব সোলার প্যানেল বিতরণ করা হচ্ছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় বান্দরবানের চিম্বুক পাহাড়ের চিনি পাড়ার ১৭টি পরিবারের মধ্যে সোলার প্যানেল বিতরণকালে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি এ তথ্য জানান।উন্নয়ন বোর্ড রেস্ট হাউসে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ,বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,সোলার প্যানেল প্রকল্পের প্রকল্প পরিচালক মঞ্জুরুল আলম,পুলিশ সুপার সুজ্ঞিত কুমার রায়,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম প্রমুখ।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান পার্বত্য চট্টগ্রামে ৫৬৫ কোটি টাকার নতুন বিদ্যুৎতায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।এছাড়া জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২৫০ কোটি টাকার সোলার প্রকল্প হাতে নিয়েছে। মন্ত্রণালয়ের উদ্যোগে তিন পার্বত্য জেলায় মহিলাদের স্বাবলম্বী করতে গাভী বিতরণ করা হবে।তিন পার্বত্য জেলা বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ সবদিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর।সোলার প্যানেল প্রকল্পের প্রকল্প পরিচালক মঞ্জুরুল আলম জানান,২০১৫-১৬ অর্থবছর থেকে সোলার প্যানেল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে।প্রকল্পটির ব্যয় ৪০ কোটি টাকা।এরমধ্যে ৩৮ কোটি টাকাই সোলার প্যানেল বিতরণ কাজে ব্যয় করা হচ্ছে।চলতি অর্থবছরে প্রায় ৩ হাজার সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।