সিএইচটি স্পোর্টস ডেস্কঃ-আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। সিরিজের ৩য় ও শেষ ম্যাচে ১ রানের জয় পেয়েছে আফগানরা। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৪ রানেই থেমে যেতে হলো বাংলাদেশকে। মুশফিক-মাহমুদউল্লাহর অসাধারণ একটি জুটি হার বাঁচাতে পারলো না।
টসে জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান উদ্বোধনী জুটিতে ৫৫ রান তুলে। শাহজাদকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই জুটিটি ভাঙেন স্পিনার নাজমুল ইসলাম অপু। আফগান উইকেটরক্ষক ২২ বলে করেন ২৬ রান। এরপর ১৯ রান করা গনিকেও খুব দ্রুত তুলে নেন আবু জায়েদ রাহি।
তৃতীয় উইকেটে আসঘর স্ট্যানিকজাই আর সামিউল্লাহ শেনওয়ারি আবারও রান বাড়ানোর চেষ্টায়। এবার আঘাত পার্টটাইমার আরিফুল হকের। ১৭ বলে ২৭ রান করা স্ট্যানিকজাইকে বদলি ফিল্ডার সাব্বির রহমানের ক্যাচ বানান এই পেসার। আবু জায়েদের দ্বিতীয় শিকার হয়ে মাত্র ৩ রান করেই ফিরেন আগের ম্যাচে আফগানদের জয়ের অন্যতম নায়ক মোহাম্মদ নবী।
এরপর ১৬ বলে ১৫ রান করা নাজিবুল্লাহ জাদরানকে মাহমুদউল্লাহর ক্যাচ বানান সাকিব। শেষ ওভারে এসে ৪ রান করে নাজমুল অপুর ঘূর্ণিতে কাবু শফিকুল্লাহ শফিক। তবে দলকে লড়াকু পুঁজি এনে দিতে একটা প্রান্ত ধরে রেখেছিলেন সামিউল্লাহ শেনওয়ারি। ২৮ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি এবং নাজমুল ইসলাম অপু।