

উথোয়াই মার্মা জয়,জেলা প্রতিনিধিঃ-“প্রতিবন্ধীরা কোনও বোঝা নয়,পরিচর্চায় ভালো হয়।”অন্য দশ জনের মতো তারাও নিজেদের প্রতিভার মাধ্যমে বিশ্বের মাঝে বাংলাদেশকে পরিচিত করে তুলছে। শিক্ষিত হয়ে সমাজের সেবায় নিয়োজিত হচ্ছে।লামায় প্রতিবন্ধী স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।
এর আগে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা পৌর বাস টার্মিনালের ভিত্তি প্রস্তর,লামা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পালিটোল ভবনের উদ্বোধন,মুুক্তিযোদ্ধা সংসদ দ্বিতল ভবনের উদ্বোধন,লামা মুখ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন,লামা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুতোষ পাঠাগার উদ্বোধন,চাম্পাতলী প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন,চাম্পাতলী বৌদ্ধ বিহারে উদ্বোধন,লামা-গজালিয়া জীপ স্টেশনেরর দ্বিতল যাত্রী ছাউনির উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় প্রতিমন্ত্রী বলেন,আমি বীর বাহাদুর কোন দল মত কে প্রাধান্য না দিয়ে সবসময় পার্বত্যবাসীর উন্নয়নকে প্রাধান্য দিচ্ছি।পাহাড়ের উন্নয়নে আমার পাশাপাশি আওয়ামীলীগের সকল নেতাকর্মী নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে।পরে বিকাল ৫টায় লামা-গজালিয়া জীপ স্টেশনে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভায় উপজেলা আঃলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ,বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোস্তফা জামাল,ফাতেমা পারুল,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মারমা,যুগ্ন সম্পাদক বিজয় কান্তি আইচ,ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মারমা,মিন্টু কুমার সেন,প্রদীপ দাশসহ প্রমূখ।